সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। ইসলামি ইতিহাসে হূদ (আঃ) ও আদ জাতির কাহিনি মানবজাতির জন্য একটি শিক্ষণীয় দৃষ্টান্ত।
আদ জাতির কাছে আল্লাহ হূদ (আঃ)-কে নবী হিসেবে পাঠিয়েছিলেন। তারা ইয়েমেন ও ওমানের মাঝে অবস্থিত পাহাড়ি অঞ্চলে বসবাস করতো। ধনী, শক্তিশালী এবং উচ্চ প্রাসাদ নির্মাণে দক্ষ এই জাতি ছিল অত্যন্ত অহংকারী। তারা নিজেদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মনে করতো এবং বিশ্বাস করতো—তাদের ধ্বংস করার মতো কেউ নেই।
কিন্তু তারা এক আল্লাহর ইবাদতের পরিবর্তে মূর্তি পূজা করতো। তারা প্রতিশোধপরায়ণ ও অবাধ্য ছিল।
আদ জাতির মধ্য থেকেই ছিলেন হূদ (আঃ)। তিনি তাঁর জাতিকে বারবার সতর্ক করে বলতেন—
এক আল্লাহর ইবাদত করো।
মূর্তি পূজা থেকে বিরত থাকো।
আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইলে তিনি তোমাদের সম্পদ ও শক্তিতে বরকত দেবেন।
তিনি সাবধান করে দিতেন যে, অবাধ্য হলে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব আসবে।
কিন্তু অহংকারী আদ জাতি নবীর কথা শুনলো না। বরং বললো—
“আমাদের আযাব এনে দেখাও।”
হূদ (আঃ) তাদেরকে নূহ (আঃ)-এর যুগের কথা স্মরণ করিয়ে দিলেন—কীভাবে এক জাতি আল্লাহর আযাবে ধ্বংস হয়েছিল। কিন্তু তারা উপহাস করে বললো, “আমাদের দেবতারা আমাদের রক্ষা করবে।”
তারা হূদ (আঃ)-কে পাগল বলে উপহাস করতে লাগলো এবং তাঁর সাথে খারাপ আচরণ চালিয়ে গেলো।
হূদ (আঃ) তাদের শেষবার সতর্ক করলেন—
“তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো, তবে বাতাস ও মেঘমালা দিয়ে আল্লাহ তোমাদের ধ্বংস করবেন।”
এরপর তাদের এলাকায় প্রচণ্ড খরা দেখা দিলো।
বৃষ্টি বন্ধ হয়ে গেলো।
প্রচণ্ড গরমে তারা অস্থির হয়ে পড়লো।
গাছপালা শুকিয়ে মরতে শুরু করলো।
তারা হূদ (আঃ)-কে জিজ্ঞেস করলো, “এ খরা কেন?”
তিনি উত্তর দিলেন—আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট। তোমরা তওবা করলে এবং এক আল্লাহর ইবাদত করলে তিনি তোমাদের ক্ষমা করবেন।
কিন্তু তারা আবারো উপহাস করে তাঁর কথা প্রত্যাখ্যান করলো।
একদিন আকাশ কালো মেঘে ভরে গেলো। আদ জাতি আনন্দে উৎফুল্ল হয়ে বললো—“এ মেঘ থেকে বৃষ্টি হবে।”
কিন্তু সেটি ছিল আল্লাহর পাঠানো আযাব।
ভয়ঙ্কর ঠান্ডা বাতাস বয়ে আসলো।
শৈত্যপ্রবাহে তারা ঘরে আশ্রয় নিলো।
টানা সাত রাত আট দিন এই ঝড়ো হাওয়া চললো।
শীতল ঝড়ে একে একে সবাই মৃত্যুর মুখে পতিত হলো।
শক্তিশালী সেই আদ জাতি মুহূর্তেই ধ্বংস হয়ে গেলো। পুরো এলাকা তছনছ হয়ে গেলো।
হূদ (আঃ) ও যারা তাঁর কথায় বিশ্বাস করেছিল, তারা আল্লাহর রহমতে বেঁচে যান। পরে তারা ইয়েমেনের অন্য একটি এলাকায় গিয়ে বসবাস শুরু করেন।
হূদ (আঃ)-এর কাহিনি থেকে আমরা একটি মহান শিক্ষা পাই—
আল্লাহর অবাধ্যতা করলে সবচেয়ে শক্তিশালী জাতিও ধ্বংস হয়ে যায়।
সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত।
এক আল্লাহর ইবাদতের মাধ্যমেই রক্ষা ও সফলতা লাভ করা সম্ভব।